বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্ম দিন পালন করেছে আগৈলঝাড়া উপজেলা আওয়ালীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বনাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষে। পরে দলীয় কার্যালয়ে নেত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো.লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুজা খান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিপুল দাস, মুক্তিযোদ্ধা আবু তাহের, লিয়াকত আলী হাওলাদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফাররুক বক্তিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মো.রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম সরদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক ও উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মহিবুল্লাহ।