পদ্মানদীতে স্্েরাতের গতি বৃদ্ধি ও নব্যতা সঙ্কটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরী ১১ঘন্টা ফেরী চলাচল বন্ধ রাখার পর দুপুর আড়াইটা থেকে আবার চালু করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৩ টা থেকে ফেরী চলাচল বন্ধ করেদেয় বিআইডব্ল্উিটিসিকতৃপক্ষ। দুপুড়ে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায় ২ শতাধিক ছোটগাড়ি ও ২ শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। দুপুর আড়াই টার দিকে দিকে যানবাহনের চাপ বৃদ্ধি পেতে থাকে আরো বেশি। এতে ঘাট এলাকায় যাত্রীদের চরম দুর্ভোগে পরতে হয়েছে।
বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা আহম্মেদ আলি বলেন, গত ১০/১২ দিন যাবত স্্েরাতের চাপে ও নাব্যতা সঙ্কটের কারণে ফেরী চলাচল ব্যহত হচ্ছে। ১৭টি ফেরীর মধ্যে ৮/ ১০ টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হয়েছিল এ কয়দিন। বর্তমানে চ্যানেলের ঘুখে ফেরী প্রবেশ করলে স্্েরাতের চাপে ঘুরে যায় ফেরী এতে চালক ও মাষ্টাররা পড়েন বৃর্পাকে ,
আবার বালু জমে যাওয়ায় কোথাও কোথাও আটকে যায় ফেরী গুলো। লৌহজং টানিং পয়েন্টে গত রাতে ও কয়েক ঘন্টা ২টি ড্রাম্প ফেরী সহ ডুবোচরে মোট ৪টি ফেরী আটকা পরেছিল।
বিআইডব্লিউটিসি মাওয়া উপ-মহাব্যবস্থাপক নাছির মোহাম্মদ চৌধুরী জানান, নদীতে রোলিং বেশি ও পলি পরে নব্যতা সঙ্কটের সৃষ্টি হয়েছে। আজ রাত সাড়ে ৩ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দুর্ঘটনা এড়াতে সকল ফেরী বন্ধ করে দেওয়া হয়। আমাদের মেরিন বিভাগ বিআইডব্লিউটিএ’র সাথে যোগাযোগ চালাচ্ছে। বিআইডব্লিউটিএ ড্রেজিং করে দিলে ফেরী গুলো পুর্বের নেয় চালু করা সম্ভব হবে।