মুন্সীগঞ্জের গজারিয়ায় নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দিনটি উপলক্ষে আলোচনা সভা, আনন্দ র্যালী, কেক কাটা, বিশেষ দোয়া, প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ,স্বেচ্ছায় রক্তদান, রচনা প্রতিযোগীতাসহ নানা কর্মসূচি পালন করেন উপজেলা আওয়ামী লীগ।
এসব অনুষ্ঠানে প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ান, সহ সভাপতি মহসিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক ও গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আল আমিন দেওয়ান, সহ সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ ফরাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, মুন্সীগঞ্জ জেলা যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খাঁন, গজারিয়া ইউয়িন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফি, বীর প্রতীক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মীনা আক্তার মীনু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সারোয়ার আহম্মেদ ফরাজী,সহ-সভাপতি হাজী শাহ আলম প্রমূখ।