বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সস্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গত ২৭ সেপ্টেম্বর জাকজমক পূর্নভাবে সস্মেলনটি অনুষ্ঠিত হয়। সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গনতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তোজাম্মেল হোসেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক বি,এম শামীমুল হক, ইমরান হোসেন, আবুল হোসেন, তবিবর রহমান, আতিয়ার রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন,কৃষকরা আজ সবচেয়ে খারাপ অবস্থার মধ্যদিয়ে সময় পার করছে। ফসল উৎপাদন করে ফসলের ন্যায্য মুল্য না পেয়ে কৃষক সর্বশান্ত হচ্ছে। সার,ডিজেল,কীটনাশক সহ কৃষি উপকরনের দাম কৃষকের ক্রয় ক্ষমতা বাহিরে চলে গেছে। এ অবস্থায় কৃষকদের সংগ্রাম করা ছাড়া বাচার উপায় নেই। সস্মেলন শেষে সাখাওয়াত কে সভাপতি,বিদ্যুত অধিকারি কে সাধারন সম্পাদক ও আতিয়ার রহমান কে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য কালীগঞ্জ থানা কমিটি গঠন করা হয়।