আমতলীতে জাতীর জনকের কন্য প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন শনিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন অংগসংগঠনের উদ্যোগে পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ জিএম দেলওয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আমতলী পৌর মেয়র মো.মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এম কাদের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ নুরুল ইসলাম মৃধা, অশোক কুমার মজুমদার, মোয়াজ্জেম হোসেন খান, জাহিদুল ইসলাম জুয়েল, আবদুস ছোবাহান লিটন ও মাহবুবুল ইসলাম প্রমুখ।পরে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।