মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মোঃ হাবিবুর রহমান এবং ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম’র বিরুদ্ধে সিমাহীন অনিয়ম, দুর্নীতি, ভূমি দখল ও মটরসাইকেল চুরিসহ সন্ত্রাসী কর্মকান্ডের বিস্তর অভিযোগ পাওয়া গেছে। ওই সকল ঘটনায় অতিষ্ঠ হয়ে বুড়িগাংনী গ্রামের ভুক্তভোগী পরিবারের জনৈক আমেনা বাগেরহাট জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন।
এমাসের ৫তারিখে বাগেরহাট জেলা প্রশাসক বরাবরে দাখিলকৃত ওই অভিযোগে প্রকাশ-উপজেলার গাংনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য বুড়িগাংনী গ্রামের মোঃ হাবিবুর রহমান নিজ এলাকার লোকদের থেকে প্রতিবন্ধী ভাতায় ৬০০০/= টাকা, বাৎসরিক চালের কার্ডে ৫০০০/= টাকা ও ডিপ-টিউবওয়েল দেওয়ার কথা বলে ৩০০০০/= করে টাকা নিয়ে আত্মসাত করেছে। এ ছাড়া গাংনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে অন্যের জমির জাল দলিল সৃস্টি. জবর দখল ও মটরসাইকেল চোরা কারবারিসহ সকল ধরণের অপরাধমূলক কর্মকা- করে চলেছে। অভিযোগকারীসহ আরো কয়েক ব্যক্তি জানান, আমেনাদের বাস্তবাড়ীর একখন্ড জমি অভিনব কৌশলের মাধ্যমে ওই ইউপি সদস্য হাবিবুর এবং বিএনপি নেতা শহিদুলসহ তিন নামে দলিল করা হয়। পরে অসহায় ওই পরিবারের কাছে জমি ফেরত দেয়ার নামে সাত লক্ষ টাকা দাবী করে তারা। অতটাকা কোনভাবেই দেয়া সম্ভব না বলে জানালে গত সোমবার ওই জমিতে জোরপূর্বক বেড়া দেয় তার। এ ছাড়া জবর দখলকালে ওই জমিতে আমেনাদের ব্যবহৃত টয়লেট আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় যথাযথ প্রতিকার দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করছে অসহায় পরিবারটি।
ওই ঘটনায় মোল্লাহাট থানায় অভিযোগ করা হলে পুলিশ ওইদিনই ঘটনা স্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে জানতে চাইলে সকল অভিযোগ অস্বিকার করে ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন-তিনি সত্যিকারে জমি ক্রয় করেছেন এবং টাকা নিজের কাছে কম থাকায় আরো দুইজনকে সঙ্গে নিয়েছেন। এখন কাজপত্রে বৈধ মালিক তারা।