বাগেরহাটের মোল্লাহাট উপজেলার হাড়িদাহ এলাকার নালুয়া খালের পানিতে ভাসমান অবস্থায় হাফিজুর রহমান (৪০) নামের এক সিকিউরিটি গার্ডের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। হাফিজুর রহমান ওই গ্রামের মৃতঃ সোনামিয়া সেখের ছেলে। স্থানীয় লোকজনের দেয়া খবর পেয়ে শনিবার সকাল ৯ টার দিকে পুলিশ খালে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
মোল্লাহাট থানার ওসি কাজি গোলামকবির জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে আমরা ওই খাল থেকে হাফিজুরের মৃতদেহ উদ্ধার পূর্বক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছি। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নাই। তবে কিভাবে মারা গেলো তা ময়না তদন্ত রিপোর্ট না পেলে নিশ্চিত হওয়া যাচ্ছে না।