পিরোজপুরের নাজিরপুরে সুপারী পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. আজাহার শেখ (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত আজাহার আলী শেখ উপজেলার ছিরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের মৃত ইয়াছিন শেখের পুত্র। নিহতের পুত্র মো. বেল্লাল হোসেন শেখ জানান, তার পিতা শনিবার সকালে একই ইউনিয়নের জয়পুর গ্রামের ভগরথি শিল এর বাড়িতে শ্রমিক হিসাবে সুপারি পাড়তে যান। সকাল ৭টার দিকে একটি সুপারি গাছে উঠলে গাছটি ভেঙ্গে তিনি পাশে থাকা খালের পানিতে পড়ে যান। পরে উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাজী ইসমত জাকিয়া (এ্যানী) জানান, তাকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা করে দেখা যায় তাকে মৃত্যু অবস্থায় আনা হয়েছে।