গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন খেলা-ধুলা একটি জাতিকে বিকশিত করে তোলে। প্রধানমন্ত্রীর চেষ্টায় দেশের ক্রীড়া অঙ্গন আজ সমৃদ্ধ। বর্তমান সরকার খেলা-ধুলার প্রতি খুবই যত্নবান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের ক্রীড়া অংগনে ঘটেছে ব্যাপক পরির্বতন। গত ২৭ সেপ্টেম্বর বিকালে উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রীড়া অনুষ্ঠানের প্রধান অথিতির বক্তেব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, এ কলেজটিতে আমি লেখা-পড়া করেছি। এ কলেজটি না থাকলে আমার লেখা-পড়া হতো কিনা জানি না। আমি কলেজটির উন্নয়নে সর্বোদা কাজ করে যেতে চাই। এ সময় তিনি বলেন, আমি এই নাজিরপুরের সন্তান হিসাবে এখানকার বিএনপি সহ সকলে আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। আমি এখানে জনপ্রতিনিধি হিসাবে আমারা আওয়ামীলীগ- বিএনপি সকলে মিলে-মিশে তাকতে চাই। মাটিভাঙ্গা উদয়ন ক্লাবের উদ্যোগে মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ মাঠে ওই কলেজের অধ্যক্ষ মো. আবদুস ছালাম এর সভাপতিত্বে ক্লাবের সাধারন সম্পাদক শিবনাথ সাহা ও শামীম হাসান রুনুর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, গণপূর্তর নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বনিক, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজি আকতার, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিনের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমূখ। এ সময় ওই মাঠে উদয়ন ক্লাবের উদ্যোগে ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম মিটুলের পৃষ্ঠপোষকতায় দিন ব্যাপী হারিয়ে যাওয়া গ্রাম্য খেলা- ৮দলীয় হাডুডু, লাঠি খেলা ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থানের টিম অংশগ্রহণ করে। পরে মন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।