সিরাজদিখান উপজেলার বিক্রমপুরের প্রাচীন বিদ্যাপীঠ ভাষানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ১২৫বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হলো অনুষ্ঠানটি, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এক মিলনমেলায় পরিণত হয়। পুরনো বন্ধুদের পেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় ও পুরনো দিনের স্মৃতিচারণ করেন। শনিবার সকালে কোরআন তিলোয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের সম্মননা ক্রেস্ট দেওয়া হয়। পরে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্মৃতিচারণ অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধ্যায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ভাষানচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী জামালুদ্দিন বেপারীর সভাপতিত্বে ও ভাষানচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত অনুষ্ঠানে ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, জাতিসংঘের আইসিটি কর্মকর্তা নজরুল ইসলাম, সিরাজদিখান থানা কর্মকর্তা ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লতব্দী ইউনিয়নের চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালেহ আহমেদ মেম্বার, সমাজসেবক হাজী হজরত আলী মীর প্রমুখ।