ষষ্ঠ শ্রেণির ছাত্রীর চারিত্রিক অবক্ষয়ের অভিযোগের সনদ দিয়ে বিদ্যালয় থেকে বহিস্কার করেছেন প্রধানশিক্ষক। ফলে ওই ছাত্রী কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে না পারায় গত এক বছর ধরে তার লেখাপড়া বন্ধ রয়েছে। ভুক্তভোগী ছাত্রী পড়ালেখা করতে না পেরে ক্ষোভে একাধিকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। ঘটনাটি জেলার মুলাদী উপজেলার চরকালেখান আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের।
শনিবার সকালে ওই ছাত্রীর পিতা চরকালেখান গ্রামের আলতাফ সরদার সাংবাদিকদের জানান, তার কন্যা ২০১৭ সালের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় পাস করে ২০১৮ সালে চরকালেখান আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। ২০১৮ সালের আগস্ট মাসে বিদ্যালয়ের প্রধানশিক্ষক এসএম জাহাঙ্গীর আলম তার মেয়ের চারিত্রিক অবক্ষয় হয়েছে বলে মনগড়া অভিযোগ এনে বিদ্যালয় থেকে স্থানান্তরের প্রত্যয়নপত্র দেন।
আলতাফ সরদার আরও জানান, স্থানান্তরপত্রে বিদ্যালয় পরিত্যাগের কারণ হিসেবে চারিত্রিক অবক্ষয়ের জন্য শব্দটি উল্লেখ করায় তার মেয়েকে অন্য কোনো বিদ্যালয়ে ভর্তি করা যাচ্ছেনা। তার মেয়ে অন্যকোনো বিদ্যালয়ে ভর্তি হতে না পারায় ক্ষোভে চারবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।
অভিযুক্ত প্রধানশিক্ষক এসএম জাহাঙ্গীর আলম ছাত্রীকে চারিত্রিক অবক্ষয়ের সনদ দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ওই ছাত্রী শ্রেণি কক্ষে এক সহপাঠীকে জড়িয়ে ধরে কিস করায় (চুমু দেয়ায়) বিদ্যালয় থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, কোনো ছাত্রীকে চারিত্রিক অবক্ষয়ের জন্য বিদ্যালয় থেকে বহিস্কারের বিষয়ে আমার কিছুই জানা নেই।