সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত এবং কেক কাটার মধ্যদিয়ে বরিশালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে নগরীর সদর রোডস্থ শহীদ সোহেল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
দোয়া-মোনাজাত ও কেক কাটাা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শনিবার সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বাদ আসর নগরীর প্রতিটি ওয়ার্ডের মসজিদে বিশেষ দোয়া-মোনাজাত এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে আলোচনা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে সিটি কর্পোরেশনের মেয়রের উদ্যোগে ৫০ জন অসহায় এবং দুঃস্থকে বিনা খরচে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।