সাগর কন্যা কুয়াকাটা সফর থেকে ফেরার পথে শুক্রবার রাতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালী ফেরিঘাটে আগে ফেরিতে গাড়ি উঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিক ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫জন শিক্ষার্থী আহত হয়েছেন।
গুরুত্বর আহতদের শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে রাত সাড়ে ১১টার দিকে লেবুখালী ফেরিঘাটের পটুয়াখালী প্রান্তে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষনিক দুমকী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
হামলায় গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শেবাচিমের শিক্ষার্থীরা হলো-সাব্বির হোসেন, শাকিল, মাসুম ও রেদওয়ান। তারা সবাই এমবিবিএস’র ছাত্র। অন্যান্যরা জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছে বলে জানিয়েছেন দায়িত্বর চিকিৎসক ডাঃ নাজমুস সাকিব।
প্রত্যক্ষদর্শী এবং আহতরা জানায়, শেবাচিমের একদল শিক্ষার্থীরা শিক্ষা সফরে কুয়াকাটা সফর করেন। শুক্রবার কুয়াকাটা থেকে ফিরতে গিয়ে রাত হয়ে যায়। শিক্ষার্থীদের বহনকারী বাসটি সিরিয়াল ভেঙে আগে লেবুখালী ফেরিতে ওঠার চেষ্টা করে। এনিয়ে অপর কয়েকটি বাসের শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের বহনকারী গাড়ির শ্রমিকদের বাগ্বিতন্ডা হয়। এ সময় মেডিকেল শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের সাথেও শ্রমিকদের বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে ফেরিঘাটে অবস্থানরত বাস শ্রমিকরা লাঠিসোটা নিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে। এতে কমপক্ষে ১৫ জন শিক্ষার্থী আহত হয়। একপর্যায়ে আত্মরক্ষায় মেডিক্যাল শিক্ষার্থীরা দৌঁড়ে পালিয়ে যায়। খবর পেয়ে দুমকী থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীদের বহনকারী বাস ফেরিতে উঠিয়ে বরিশালে পাঠানো হয়।