লালমনিরহাটে পুলিশের ৩টি পৃথক অভিযানে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪ হাজার ১৫০পিচ ইয়াবাসহ কলি আক্তার (২২) নামে এক যুবতী মাদক ব্যবসায়ীসহ ৪ মাদক ব্যবসায়ীকে করেছে পুলিশ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে পুলিশ সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজায় পৃথক দুইটি অভিযানে ৪ হাজার ৫০পিচ ইয়াবাসহ ৩জন ও মোগলহাট ইউনিয়নের সাকোয়া বাজার থেকে ১শ পিচ ইয়াবাসহ এক যুবতী মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলো- কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বলিয়ামারী এলাকার ফুল মিয়ার ছেলে রিপন মিয়া(২২), খাগড়াছড়ি জেলার মহলছড়ি উপজেলার কাটিংটিলা এলাকার শাহাজামালের ছেলে শাহিনুজ্জামান, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার গাবেরতল সোনারীপাড়া)এলাকার মোহাম্মদ আলরি ছেলে মুকুল মিয়া (২৩) ও পৌরসভার টিএন্ডটি এলাকার মৃত আবুল হোসেনের যুবতী মেয়ে কলি আক্তার (২২)।
লালমনিরহাট সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা টোল প্লাজায় দুটি কোচে অভিযান চালিয়ে ৩জনের নিকট থেকে ৪হাজার ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে মোগলহাট ইউনিয়নের সাকোয়া বাজাওে অভিযান চালিয়ে কলি আক্তার নামে এক যুবতীকে আটক করা হয়। পরে তার মাথার চুলের খোঁপা থেকে ১শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সদর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহফুজ আলম।