বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,কৃষিবিদ ইনস্টিটিউট এবং কুড়িগ্রাম জেলা কৃষিবিদ ইনস্টিটিউটের উদ্যোগে এবং রাজিবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১১টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ডা. মোস্তাফিজুর রহমান প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ষষ্ঠী চন্দ্র বর্মণ,রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুবিধা ভোগী কৃষকগন। আলোচনা সভা শেষে বিভিন্ন ইউনিয়নের ৫০ জন কৃষককে ১ কেজি সরিষা বীজ,১০কেজি জিপসাম,১ কেজি বোরন সার ও ৫ প্যাকেট বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করা হয়।