২৮ সেপ্টেম্বর শনিবার সকালে কুড়িগ্রামের প্রেসক্লাব রাজারহাটের সাবেক সভাপতি সহকারি অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল(চাঁদ) এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব রাজারহাট চত্বরে প্রেসক্লাব ও সরকারী মীর ইসমাইল হোসেন কলেজের যৌথ আয়োজনে সাংবাদিক ও শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবুনুর মো. আক্তারুজ্জামান, সরকারী মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ আলহাজ¦ সফিকুল ইসলাম রানা, উপাধ্যক্ষ সাইফুল মোস্তফা, সহকারী অধ্যাপক দিলরুবা বেগম, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম খান, প্রেসক্লাবের সভাপতি এসএ বাবলু, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য মো. আবদুস ছালাম প্রমূখ। বক্তারা অবিলম্বে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, ২৪সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে প্রেসক্লাব রাজারহাটের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল(চাঁদ)সহ তার লোকজন পাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে রাজারহাট আসার সময় বৈদ্যের বাজারের বানুর বাজার নামক স্থানে পৌঁছিলে দূর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে রশি দিয়ে মোটর সাইকেলের গতি রোধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় মশিউর রহমান বিপ্লব(৩০)কে প্রধান আসামি করে তার স্ত্রী ফরিদা ইয়াসমিন রিতা বাদী হয়ে ৮ জনের নামে রাজারহাট থানায় ছিনতাই- চাঁদাবাজি ও হত্যা চেষ্টার অভিযোগ এনে গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেন।