সাতক্ষীরার কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিষয় ভিত্তিক কার্যক্রম আড়ম্বরের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থীদের সাথে স্মৃতিচারণমূলক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এলাকার কৃতী সন্তান যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল গফ্ফার। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের পক্ষ থেকে স্কাউট দলের সদস্যরা বাদ্য যন্ত্রের তালে তালে আমন্ত্রিত অতিথি বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মান প্রদর্শন করেন ও পুষ্পমাল্য অর্পন করে বরণ করে নেন। পরে বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থীদের একটি দল বহুড়া গ্রামের গর্ব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুর রহিমের (গেজেট নং-১৯৪১) বাড়িতে যেয়ে প্রশ্নোত্তর পর্বে মিলিত হয়েছেন। এ দিকে স্কুলের হলরুমসহ অনান্য শ্রেণীকক্ষে সহায়ক শিক্ষকদের নেতৃত্বে ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা ৮টি দলে বিভক্ত হয়ে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল গফ্ফার (গেজেট নং-৯৩৬), মুক্তিযোদ্ধা আমানুল্যাহ খাঁ (গেজেট নং-৯১২), মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম (নং-৯০৪), মুক্তিযোদ্ধা আবদুর রউফ (নং-৯৩৯), মুক্তিযোদ্ধা আকছেদ আলী (নং-৯৩৪), মুক্তিযোদ্ধা আয়ুব আলী (নং-৯৩৭), মুক্তিযোদ্ধা ওমর আলী ও বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর (গেজেট নং-১০৫০) সাথে পৃথক পৃথক প্রশ্নোত্তর পর্ব শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকালিন বিভিন্ন বিষয় ভিত্তিক নতুন করে অনেককিছু জানতে পেরে বীর মুক্তিযোদ্ধাদের (দাদুদের) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সকল পর্বে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সিনিয়র শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, স্কুল পরিচালনা কমিটির সদস্য ওসমান গণি, ফারুক আহম্মেদ, সাবেক জিবি সদস্য রুহুল আমিন, মাস্টার আজিজুর রহমান, সিনিয়র শিক্ষক আবদুর রউফ, আ:সবুর, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম,শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন সরকার, আবদুস সালাম, শিরিনা আক্তার, শুভংকর মজুমদার, সফিকুল ইসলাম, বিকাশ ঘোষ, বদরুজ্জামানসহ শিক্ষার্থীবৃন্দ। প্রশ্নোত্তর পর্বের মাঝে শিক্ষার্থীরা দ্বেশাত্মক বোধক গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন। উল্লেখ্য, দীর্ঘ ৯ মাসের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিবিজড়িত দিনগুলোর কথা জানতে পেরে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন বলে জানা য়ায়।