কলারোয়ায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ অমান্য করে .৪১ একর জমি টিন শেট বেড়া দিয়ে দখল করে নেয়ার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (২৭সেপ্টেম্বর) সকালে কলারোয়া পৌর প্রেসক্লাবের এমনটির অভিযোগ করেন উপজেলার শুভংকরকাটি গ্রামের মৃত শওকাত হোসেনের ছেলে আজাহারুল ইসলাম। তিনি বলেন-শুভংকরকাটি মৌজায় এসএ-৪৫৭ খতিয়ানে ৩.৭০ একর জমির মধ্যে ১১৮৮দাগে .৪১ একর জমি গত ৫ জুন-১৯৭৯ তারিখে ক্রয় করে রেজি: দলিল করে নেন। সেই থেকে ওই জমিতে চাষাবাদসহ ৪টি দোকান ঘর করে ব্যাবসা বানিজ্য পরিচালনা করে আসছেন। এর মধ্যে কোন কারণ ছাড়াই ২৫ ডিসেম্বর-১৭ তারিখে সন্ধ্যা ৬টার সময় ২য় পক্ষ উপজেলার লোহাকুড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে শহিদুল ইসলাম বে-আইনে জনতায় দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র লইয়া তফশীল বর্ণিত সম্পত্তিতে জড়ো হয়ে গালিগালাজ করে। এর প্রতিবাদ করতে গেলে তারা আজাহারুল ইসলামকে মারপিট করতে উদ্দত হয়। এ সময় তার ডাকচিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে তারা বিভিন্ন প্রকার হুমকি দিয়ে চলে যায়। এঘটনা উল্লেখ করে তিনি কলারোয়ায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কা: বিধির-১৪৫ধারা মতে একটি পিটিশন-১৮/১৮মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহন করে ওসি কলারোয়া থানা শান্তি শৃংখলা বজায় রাখবেন এবং দখল বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তদন্ত করে প্রতিবেদন দিবেন। এ আদেশ অনুযায়ী কলারোয়া থানার এএসআই রফিকুল ইসলাম উভয় পক্ষকে তফশিল বর্ণিত সম্পত্তিতে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য নোর্টিশ জারি করেন। ওই নোাটশে আরো বলা হয়েছে যে-শান্তি শৃংখলা ভঙ্গ করিলে অমান্যকারী পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইবে। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। এদিকে গত (২০ সেপ্টেম্বর-১৯)তারিখে সকালে বিরোধ পূর্ণ জমিতে ২য় পক্ষ শহিদুল ইসলাম বে-আইনে জনতায় দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র লইয়া তফশীল বর্ণিত সম্পত্তিতে জড়ো হয়ে ৪টি দোকান ঘর ভেঙ্গে দিয়ে ওই স্থানে টিন শেট বেড়া দিয়ে দখল করে নেয়ার চেষ্টা করেছে। এদিকে ক্ষতিগ্রস্ত আজাহারুল ইসলাম আইনের প্রতিশ্রদ্ধাশীল হওয়ায় ন্যায় বিচারের সার্থে আদালতের শুষ্ঠু বিচার দাবী করেছেন।