সাতক্ষীরার কলারোয়ায় আলতাফ হোসেন (৪০) নামে এক মাদক সম্রাটকে ৩শ’১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার কিসমত-ইলিশপুর গ্রামের হযরত আলীর গাইনের ছেলে। শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ইস্রাফিল হোসেন, এএসআই শেখ মোস্তাক আহম্মেদ, এএসআই মিজানুর রহমানসহ সংগীয় র্ফোস নিয়ে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামস্থ সাতক্ষীরা-নাভারন মহাসড়কে মিস্ত্রীর মোড় থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে৩শ’১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কলারোয়া থানার কর্মকর্তা ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান-তার নেতৃত্বে ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। ইয়াবা ট্যাবলেট আটকের ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।