“আজকের কাবিং, পরিচ্ছন্নতা প্রতিদিন” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে দ্বাদশ জেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটায় বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে বেলুন উড়িয়ে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ প্রধান অতিথি থেকে এ ক্যাম্পুরীর উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন কাব স্কাউস বয় যদি তাদের নীতি নৈতিকতা মেনে চলে তাহলে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। তাদের মূলমন্ত্র ও দীক্ষা সঠিক ভাবে কাজে লাগালে সত্যিকার অর্থেই দেশ সেবায় নিয়োজিত হবে। এর আগে ক্যাম্পুরী জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা, স্কাউটস পতাকা ও ক্যাম্পুরী পতাকা উত্তোলন ও স্কাউটস সংগীত পরিবেশন করা হয়।