নওগাঁর ধামইরহাট থানা বিএনপির ২য় বার ঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করে ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি তৈরী দাবী জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। শুক্রবার সকাল ১০ টায় ধামইরহাট থানা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে থানা বিএনপির সাবেক সম্পাদক আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত লিখিত এসব অভিযোগ পাঠ করেন ২য় দফায় ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক আখরাজুল ইসলাম চৌধুরী। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ধামইরহাট থানা বিএনপির সাবেক সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল, জেলা যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম মুসা, যুবদলের আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুহেল হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক মনছুর আলম, পৌর মহিলাদলের আহ্বায়ক বেলী খাতুন, পৌর ছাত্রদলের রুবেল হাসান রতনসহ ৮টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ গত ১৪/০৭/১৯ তারিখে ধামইরহাট থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করেন জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান, এবং ১৮/০৭/১৯ তারিখে মনোয়ার কায়ছার বুলবুলকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট ১ম দফায় থানা আহ্বায়ক কমিটি জেলা আহ্বায়ক কর্তৃক ঘোষিত হলে স্থানীয় নেতাকর্মীদের আন্দোলনের মুখে তা স্থগিত করেন। পরে ২৯/০৮/১৯ ইং তারিখে দেওয়ান ফেরদৌস হাসানকে আহ্বায়ক করে পুনরায় ২১ সদস্য বিশিষ্ট ২য় দফায় ঘোষিত থানা বিএনপির আহ্বায়ক কমিটিতে বিতর্কিত ব্যক্তি ইমরুল হাসানসহ আরও ৬/৭ জনকে অন্তর্ভূক্ত করায় কমিটিতে আবারও ক্ষোভ দেখা দেয়। বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, কেন্দ্রের নির্দেশনা অমান্য করে এবং স্থানীয় উপজেলা বিএনপি’র কোনরুপ মতামত না নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান তার একক সিদ্ধান্তে জেলায় বসে থেকে বার বার এইরুপ বিতর্কিত কমিটি করে নেতাকর্মীদের মাঝে দ্বন্দ সৃষ্টি করছেন, যার বলি হয়ে জীবন দিয়েছেন নিয়ামতপুর থানার বিএনপি ত্যাগী নেতা ওয়াহেদ মেম্বার। এই ঘটনার পুনরাবৃত্তি ধামইরহাটে যাতে না হয় সে লক্ষ্যে স্থানীয় নেতারা কমিটির সংশোধন দাবী করছেন।
এতসব অভিযোগ উড়িয়ে দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান বলেন, আমি যথাযথ নিয়ম অনুসরণ করে সিনিয়র ও গ্রহনযোগ্যদের দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করেছি, যা ধামইরহাট থানা বিএনপি মেনে নিতে পারছেনা, কারণ তারা এতদিন পকেট কমিটি করে থানা বিএনপি চালিয়েছে, আর আহ্বায়ক কমিটি তো একটা নিরপেক্ষ কমিটি এতে কারও কোন আপত্তি মেনে নেয়া হবে না।