নগরীর নথুল্লাবাদ শাহপরান সড়কে মহানগর ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দুই পুলিশ কনস্টেবলসহ তিনজনকে আটক করে তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে। আটককৃতরা হলেন-মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ইমরান হাওলাদার, মোঃ সালাউদ্দিন ও তাদের সহযোগি মোঃ সোহাগ। বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের সহকারী কমিশনার নরেশ চন্দ্র কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন বিকেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ উল্লেখিত তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় রাতেই আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।