লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরীর দায়ে দুইজনকে ২৫দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করে জেল হাজতে পাঠিয়ে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় তাদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক। এর আগে বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সামিউল আমিন এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলা সাব রেজিস্ট্রি অফিস এলাকার এআর কম্পিউটারের মালিক উপজেলার টংভাঙ্গা এলাকার রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম(২৪) ও উপজেলার ধুবনী বাজারের স্বপ্ন টেলিকমের মালিক ওই এলাকার মেনাজ উদ্দিনের ছেলে আতিয়ার রহমান(৪৫)।
জানাগেছে, দীর্ঘদিন থেকে একটি চক্র টাকার বিনিময়ে ভুয়া জন্ম সনদ তৈরী করে বয়স ও ঠিকানা জালিয়াতি করে নতুন ভোটার হওয়ার আবেদনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে।
এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সামিউল আমিন। এ সময় উপজেলা সাব রেজিস্ট্রি অফিস এলাকার এআর কম্পিউটার ও ধুবনী বাজারের স্বপ্ন টেলিকমে অভিযান চালিয়ে ভুয়া জন্ম সনদের আলামতসহ দুইটি কম্পিউটার জব্দ করে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রবিউল ইসলাম ও আতিয়ার রহমানকে ২৫ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সামিউল আমিন বলেন,ভুয়া জন্ম সনদ তৈরী করে বয়স ও ঠিকানা জালিয়াতি চক্রকে ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।