পিরোজপুরের নেছারাবাদ সহকারি পুলিশ সুপার পিপিএম রিয়াজ হোসেন ও নেছারাবাদ থানা ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার গোপন সংবাদের ভিত্তিত্বে আন্ত-জেলা ডাকাত দলের ৬ জনকে গ্রেফতার করেছ। সিনিয়র সহকারি পুলিশ সুপার ও নেছারাবাদ থানা ইনচার্জ কামরুজ্জামান তালুকদারের নেতৃত্বে আজ রাত ১টা থেকে রাত ৪টা পর্যন্ত নেছারাবাদ উপজেলার মাগুরা, সুটিয়াকাঠিসহ বালিহারী ও পৌর এলাকায় পৃথক-র্পথক ৩টি পুলিশ টিম অভিযান চালিয়ে, নেছারাবাদ থেকে আজিজ সরদারের ছেলে ডাকাত সরদার বাদশা মিয়া (৪৪) জাহারুল মাঝি সাইদুর (৩৬)পিতা-মনসুর মাঝি, সান্টু মিয়া(৪০) পিতা-ইসমাইল তালুকদার বলিশালের লিটন(৪৫), পিতা-রহমান জাকারিয়া, নরশিন্দীর শাহজাহান (৬০)পিতা-ইয়াজ উদ্দিন, রাজবাড়ী ইসমাল হোসেন (৩৭)পিতা-কাদির হোসেন এদেরকে পৃথকভাবে গ্রেফতার করে নেছারাবাদ থানা পুলিশ। সুটিয়াকাঠি ইউনিয়ন মিজানুর রহমান বাড়ী থেকে ডাকাতি করে বের হওয়ার সময় পুলিশ ও জনগণের অভিজানে এ ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় এ ঘটনা স্থাল থেকে দেশীয় ধারালো বিভিন্ন অস্ত্র, ১০ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও ৪৮ হাজার ৫শত টাকাসহ ২জন ডাকাতকে গ্রেফাতার করলে বিভিন্ন পয়েন্ট মাগুরা ,পৌর এলাকা থেকে আরও ৪ জন ডাকাতকে গ্রেফতার করে নেছারাবদ পুলিশ। সহকারি পুলিশ সুপার বলেন, এক মাসের মধ্যে নেছারাতাদ থানার পূর্বপাড়ে ৩টি বাড়িতে ডাকাতি ঘটণা ঘটে। এরপর থেকে নেছারাবাদ থানা পুলিশ, জনতা,ও গ্রামপুলিশ সচেতনতা হয়ে উঠে। এরপর থেকে এ দুবৃর্ত্তদের প্রতিরোধে প্রতি রাতে পুলিশ ও জনতা পাহার দিতে হবে।