শ্রীনগরে ভূমি দস্যুদের থাবা থেকে খেলার মাঠের জমি রক্ষার জন্য মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে শ্রীনগর উপজেলার পূর্ব কামার খোলা বাইতুল আমান জামে মসজিদের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে মাদ্রাসার ছাত্র সহ প্রায় দেড় শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণ কারীরা জানায়, পূর্বকামার খোলা জামে মসজিদ, ঈদগা ও মাদ্রাসার পাশের আরএস ২৮৯ ও ৪১৯ দাগের প্রায় ১ একর ১৬ শতাংশ খেলার মাঠের জমি একই এলাকার রুহুল আমিন ও তার ছেলে আজিম গং জাল দলিল তৈরি করে দখলের পায়তারা শুরু করে। ২০১৪ সালে বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীর প্রতিরোধের মুখে ভূমি দস্যুরা আদালতে মামলা দায়ের করে। দীর্ঘদিন পর এই বছরের জুলাই মাসে মামলাটির রায় প্রদান করে। রায়ে রুহুল আমিন গংদের বিপক্ষে গেলে গ্রামবাসী খেলার মাঠের বন্দোবস্তের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।
মসজিদ কমিটির সভাপতি শাহজাহান শেখ বলেন, এই গ্রামের বাসিন্দা হয়ে তারা মাদ্রাসা ও স্কুলের ছাত্র-ছাত্রীদের সহ গ্রামবাসীর খেলার মাঠের জায়গা এমন ভাবে গ্রাস করার পায়তারা করবে এটা মেনে নেওয়া যায়না।
এব্যাপারে আজিম হোসেন খান বলেন মামলার রায়ের বিরুদ্ধে তিনি আদালতে আপিল করেছেন।