বাগেরহাটের মোল্লাহাটে মাদ্রসার কমিটি গঠন বিষয়ক সভায় বক্তব্য সংক্ষেপ করতে বলায় বাক-বিতন্ডা ও হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কোদালিয়া বাজার মাদ্রাসা মাঠে কমিটি গঠন বিষয়ক সভা চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোদালিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ৫ নেতা-কর্মীসহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মাঝে ৬ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এরা হলেন-কোদালিয়া ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আবদুল হন্নান গাজী, আজিজুল খান, আবুল খান, মোঃ ইকবাল গাজী, সবুজ গাজী ও ইয়ার আলী মোল্লা। এদের মাঝে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আবদুল হান্নান গাজী’কে খুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শি ও আহতের স্বজনরা জানায়, উপজেলার কোদালিয়া বাজার মাদ্রাসার কমিটি গঠন বিষয়ে প্রায় সহ¯্রাধীক লোকের উপস্থিতিতে সভা চলছিলো। ওই সভায় কোদালিয়া ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ও সদ্য বিলুপ্ত মাদ্রাসা কমিটির সভাপতি শেখ দেলোয়ার হোসেনের ভাই মাওঃ নেয়ামত আলী শেখ বক্তব্য রাখছিলেন, তখন আকাশে মেঘ এবং সন্ধা ঘনিয়ে আসায় বক্তব্য সংক্ষেপ করতে বলেন ওই ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান গাজী। বক্তব্য সংক্ষেপ করতে বলার কারণে মাওঃ নেয়ামত আলী নিজে ক্ষেপে যান এবং তার পক্ষে দেলোয়ারের লোক জন প্রতিবাদ করে। তখন অল্প সময়ের জন্য হান্নান গাজী ও দেলোয়ার হোসেনের লোকদের বাক-বিতন্ডা হয়। এরপর দেলোয়ারের লোকজন প্রথমে চেয়ার উঁচিয়ে হামলে পড়ে। তখন অবস্থা বেগতিক বুঝে অদুরে আ.লীগ কার্যালয়ে গিয়ে আশ্রয় নেয় হান্নান গাজী। এরপর ধারালো অস্ত্র ও লাঠিসোঠাসহকারে হামলাকারীরা ওই কার্যালয়ে গিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে যখম করে। এ সময় আ.লীগ কার্যালয়ও ভাংচুর করে হামলাকারীরা।