কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের মাইজচর পূর্বপাড়া গ্রামের এলাকার প্রভাবশালী শহিদুল্লাহ ও তার ৫/৬ জন লোক একই এলাকার নয়ন মিয়ার জমির মধ্যে নদী থেকে বালু উত্তোলন করে জায়গা দখল করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, শহিদুল্লাহ মিয়া মাইজচর মৌজার ১৪৪নং খতিয়ানে ৪৩ শতাংশ ভূমির মধ্যে ৩১ শতাংশ ভূমি মালিকানা সংক্রান্তে মোঃ আসাদু মিয়ার বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মোকাদ্দমা থাকা সত্ত্বেও শহিদুল্লাহ্ গংরা জোরপূর্বকভাবে জায়গার মধ্যে বালি ফেলে আসছে গত ৬/৭ দিন ধরে। শহিদুল্লাহ গংদের ভয়ে এলাকার নিরীহ লোকেরা কথা বলতে পারছেনা। নয়ন মিয়া ও তার লোকজনদেরকে বিভিন্ন ধরনের হুমকী দিয়ে আসছে। এ ব্যাপারে আসাদু মিয়ার ছেলে নয়ন মিয়া বাদী হয়ে শুক্রবার বাজিতপুর থানায় শহিদুল্লাহ মিয়া, আব্দুল্লাহ, পাপন মিয়া, রাশেদ মিয়া, জব্বার মিস্ত্রির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে প্রতিপক্ষ শহিদুল্লাহ মিয়া অভিযোগ অস্বীকার করে দাবী করেন, তিনি তার নিজের জায়গার মধ্যে বালি ফেলে জমি ভরাট করছেন। বাজিতপুর থানার এসআই মোঃ জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শহিদুল্লাহ মিয়া গংরা আসাদু মিয়ার ছেলে নয়ন মিয়ার প্রায় অর্ধেক জায়গার মধ্যে বালি উত্তোলন করে আসছে বলে জানান।