কুড়িগ্রামে নাগেশ্বরী পৌর এলাকার একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে নাগেশ্বরী বাজারের গরু হাটের পাশে নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- নজরুল ইসলাম ম্যানা (৫৫) ও রুমি বেগম (৩৫)।
পুলিশ জানিয়েছে, সকাল থেকে নিহত দম্পতির তিন বছরের ছেলে ঘরের মধ্যে কান্না করছিল। কান্না শুনে প্রতিবেশীরা গিয়ে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে। এ সময় ঘরের মেঝেতে শিশুটির মায়ের মরদেহ এবং পাশের ঘরের চেয়ারে বসা অবস্থায় বাবার মরদেহ পাওয়া যায়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাব ধারণা হচ্ছে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।