প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে দিনাজপুরে ৩দিনব্যাপী টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকালে দিনাজপুর প্রেসক্লাবের এম আবদুর রহিম মিলনায়তনে দিনাজপুর জেলার কর্মরত টেলিভিশন সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও মানসম্মত রির্পোটিং এর লক্ষে টিভি সাংবাদিকতা বিষয়ক এ প্রশিক্ষন কর্মশালা।
প্রশিক্ষন কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ে প্রায় ৩৫ জন টেলিভিশন সংবাদিক প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের প্রশাসন-অধ্যায়ণ ও প্রশিক্ষন বিষয়ক পরিচালক ইলিয়াস ভূইয়া সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো: রুহুল আমিন।
অন্যান্যেদের মাঝে ডিডি এলজিইডি মো: রুহুল অমিন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ওফটোগ্রাফি বিভাগের গেস্ট লেকচারার মোহামমদ শাহাবুদ্দীন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, পিআইবি‘র প্রশিক্ষন সমন্বয়কারী প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী প্রমুখ উপস্থিত ছিলেন।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো: রুহুল আমিন বলেছেন,পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এ প্রশিক্ষন সাংবাদিকদের অনেক কাজে লাগবে।