দেশের বাজারে পেঁয়াজের বাজার অস্থিতিশীল ঠেকাতে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম সচল থাকবে।
ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে শুক্রবারেও স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি চালু রাখতে বুধবার বিকালে বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন স্বাক্ষরিত হিলি স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করেন।
বৃহস্পতিবার আবেদনে সাড়া দিয়ে হিলি কাস্টমস কর্তৃপক্ষ শুক্রবারেও হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত জানান হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুন।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুন জানান, পূজা উপলক্ষে আগামি ২ থেকে ১১ অক্টোবর পর্যন্ত টানা ১০দিন বন্দরে পণ্য আমদানি-রফতানি না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতীয় রফতানিকারকরা। তাই টানা ১০ দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। এদিকে পেঁয়াজের বাজার অস্থিতিশীল ঠেকাতে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও পূজার আগে ভারতে আটকে থাকা আমদানি করা পণ্যবাহী ট্রাক দেশে ঢুকতে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।