ভয়ে লুকিয়ে ছিলেন করবস্থানে। কিন্তু সেখানেও শেষ রক্ষা হলো না আজিম ম-লের (৬২)। ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন তিনি। এ ঘটনায় উভয়পক্ষের আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়ার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আজিম একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাধপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বেশ কিছু দিন ধরে কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য অধ্যাপক এম এ মজিদ ও উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে নিহত ব্যক্তি তার গ্রামের কবরস্থানে পালিয়ে ছিল। এ সময় প্রতিপক্ষ দল তাকে অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি এম এ মজিদ গ্রুপের বলে জানা গেছে।
পুলিশ গ্রামটি ঘিরে রেখেছে। তবে পুলিশের তৎপরতায় উভয়পক্ষের লোকজন পালিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে আজিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর পরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিককে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।