রংপুর-৩ সদর আসনের উপ-নির্বাচনে ইশতেহার ঘোষনা করেছেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। তিনি বৃহস্পতিবার এরশাদের স্কাই ভিউ বাসভবনে সংবাদ সম্মেলন করে তার ১৬ দফা উন্নয়ন পরিকল্পনা ইশতেহারে তুলে ধরেন। ইশতেহারের মধ্যে রয়েছে অবকাঠোমো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, শিশু এবং কিশোরদের প্রতি বিশেষ মনোযোগ, কর্মসংস্থান, অন্য ধম্বাবলম্বীদের নিরাপত্তা ও সহমর্মিতা, রাজনৈতিক সম্প্রীতি, অসহায়, বৃদ্ধ, বিধবা, এতিমদের নিরাপত্তা বলয়, মাদক মুক্ত সমাজ, কৃষক এবং খামারের উন্নয়ন, শ্রমিক সমাজের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, সামাজিক আন্দোলন জোরদার, নারী সমাজের উন্নয়ন, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ মানুষদের সমস্যার সমাধান কল্পে কাজ করা, পরিবেশ পরিচ্ছনতা অভিযান।
আসিফ বলেন, রংপুর বিভাগীয় জেলা হলেন এখানে পর্যাপ্ত রাস্তাঘাট, পানি নিস্কাশন ব্যবস্থা, আলোর ব্যবস্থা, নাগরিক বিনোদন কেন্দ্র গড়ে উঠেনি। দীর্ঘদিনের রেল ব্যবস্থার অবহেলার শিকার আমরা। তাই আমি নির্বাতি হলে স্বাচ্ছদ্য ট্রেন ভ্রমন উন্নয়নে কাজ করবো। সেই সাথে অবকাঠামোগত উন্নয়নে সর্বপ্রথম মনোযোগ দেব। সদরে পর্যাপ্ত সরকারী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কাজ করবো। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও সেখানে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী চিকিৎসা নেয়। চিকিৎসাখাতে মানুষের দূর্ভোগ লাঘবে স্বল্প খরচে সুচিকিৎসা ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য কাজ করবো, পরিবারের কমপক্ষে একজনকে সরকারী অথবা বেসরকারী চাকুরী দেয়ার ব্যবস্থা করবো, সদর আসন এলাকায় ব্যবসায়ীদের নিয়ে শিল্প-কলকারাখা গড়ে তোলার জন্য পদক্ষেপ নেব। সাম্প্রদায়িক সম্প্রতি নিশ্চিত করা হবে, যেন কেউ দমন-পীড়নের শিকার না হয়ে সেজন্য জীবন বাজি রেখে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সদর আসন এলাকায় রাজনৈতিক সম্প্রীতি গড়ে তোলা হবে। রাজনৈতিক দলগুলোর মাঝে প্রতিহিংসা থাকবে না। সবাই এক সাথে সদর আসনের উন্নয়নে কাজ করে যাবো। অসহায়, বৃদ্ধ, এতিমদের নিরাপত্তা বলয় তৈরী করা হবে। মাদক মুক্ত সমাজ গঠনের জন্য তরুন-যুবদের নিয়ে নানা ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায় তা নিশ্চিত করাসহ সমবায় ভিত্তি চাষ ব্যবস্থা প্রবর্তন, যৌথ মৎস ও কৃষি খামার, ক্ষুদ্র ও কুঠির শিল্প গড়ে তোলার মাধ্যমে খামার ব্যবস্থার উন্নয়ন সাধন করা হবে। সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করতে এলাকার শিক্ষিত, স্ব-স্ব ক্ষেত্রে সফল ও বৃদ্ধিজীবি মানুষদের সমন্বয়ে সামাজিক সম্প্রীতি অক্ষুন্ন রাখা হবে, বাল্য-বিবাহ প্রতিরোধ, মানব পাচার রোধ, অসহায় এবং বিধবা নারীদের নিরাপত্তা বিধানে সরকারের সকল কার্যক্রমকে আরও গতিশী করার হবে। নারীদের সমাজে উন্নয়ন, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গদের সমস্যা সমাধান কল্পে নানা মূখী কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ ছাড়া পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে অভিযান পরিচালন করা হবে। যাতে করে ডেঙ্গুসহ অন্যান্য অসুখ শরীরে বাসা না বাঁধে। এ সময় সাবেক জাতীয় পার্টির নেতা শামসুল হক, শামীম হোসেনসহ আসিফের কর্মী-সমর্থরা উপস্থিত ছিলেন।