রংপুরে মহাজোটেলাঙ্গল মার্কার প্রার্থী এরশাদ পুত্র সাদ এরশাদ বলেছেন, রংপুরের উন্নয়নের ধারা সচল রাখতে লাঙ্গল মার্কাকে বিজয়ী করতে হবে। আমার বাবা এলাকার মানুষের ভালোবাসার ঋণী। আমি এলাকার উন্নয়নের চাকা সচল রেখে বাবার ঋণ পরিশোধ করার চেষ্টা করবো। আগামি ৫ অক্টোবর রংপুরবাসীর উন্নয়নের পক্ষে থাকার দিন। রংপুরের ভোটারের একটি অংশ সনাতন হিন্দু ধর্মালম্বীরা। ভোট চলাকালীন তাদের শারদীয় দুর্গাপূজা চলমান থাকবে। একটু কষ্ট করে হলেও সকল মান অভিমান ভুলে ভোট কেন্দ্র আসুন ও উন্নয়নের মার্কায় ভোট দিয়ে আপনাদের মতামত ব্যক্ত করুন। আমি আপনাদের পাশে আছি ও থাকবো। গতকাল নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নগরীর ধর্মসভায় হিন্দু ধর্মালম্বীদের সাথে গণসংযোগ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ভোট প্রদানে সকলকে আগ্রহের সাথে আশার আহ্বান জানান ও লাঙ্গল মার্কাকে ভোট দিয়ে জয় ছিনিয়ে আনার অনুরোধ করেন।
নির্বাচনী প্রচারণাকালে জাপার যুগ্ন সম্পাদক হাজী আবদুর রাজ্জাক, যুগ্ন সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম শাফি, সাংগঠনিক সম্পাদক হাজী আবদুল বারী মুন্সি, যুব নেতা শাহিন হোসেন জাকির উপস্থিত ছিলেন।
নির্বাচনী প্রচারণাকালে সাদ এরশাদ আরও বলেন, আমার প্রয়াত পিতা যেমন রংপুরকে ভালোবাসেন রংপুরের মানুষও তাকে সেরকম ভালোবাসতেন। আমি নির্বাচিত হলে বাবার স্বপ্ন বাস্তবায়নে আত্মনিয়োগ করবো। পরে তিনি লাঙ্গল মার্কার লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে সাদ এরশাদ রংপুরের বিভিন্ন মন্দিরের বিষয়ে অবহিত হন ও এসব মন্দিরের উন্নয়নে সাদ্যমতো সহযোগিতার আশ্বাস প্রদান করেন।