দিনাজপুরের পার্বতীপুরে বনবিভাগের মধ্যপাড়া রেঞ্জের আশপাশের এলাকা থেকে ৫টি বেআইনি স’মিল উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ থেকে বেলা ১টা পর্যন্ত পরিচালিত এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নী। এ সময় তার সাথে ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মো: সামছুজ্জামান, পার্বতীপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান ও মধ্যপাড়া বনবীটের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মকসুদ আলী ও হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান শাহ।
এব্যাপারে মধ্যপাড়া বনবীটের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মোকছুদ আলী বলেন, এনামুল হক, ছয়ফার আলী, মোহাম্মদ আলী, ফয়জার আলী ও আবদুল কাদেরের মালিকানাধীন এ স’মিলগুলো ১৯৯৬-৯৭ সালে চালু করা হয়। বনবিভাগের চোরাই কাঠ ও টেন্ডারে পাওয়া কাঠ দিয়ে মিলগুলো চলছিল। তিনি জানান, স’মিল গুলো চালাতে বন বিভাগের কোন অনুমোদন নেই।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী বলেন, বেআইনভাবে স’মিল স্থাপন করে কাঠের ব্যবসা চালানোর অভিযোগে স’মিলগুলো উচ্ছেদ করা হয়েছে। আগামি ১২ অক্টোবরের মধ্যে স’মিলের অবশিষ্ট অবকাঠামো সরিয়ে নেয়ার মুচলেকা দিয়েছে মিল মালিকরা।