বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর শেরই বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও উজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাকিল মাহামুদ আউয়ালের উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নালিশি দরখাস্ত দায়ের করা হয়েছে।
আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে উজিরপুর মডেল থানার ওসিকে অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করে রিপোর্ট প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেছেন। সাংবাদিক শাকিল মাহামুদ আউয়াল খান জানান, গত কয়েক মাস পূর্বে শিকারপুর বন্দরে নতুন একটি ফার্মেসীর কাজ শুরু করলে পূর্ব মুন্ডপাশা গ্রামের মৃত বাবুল বেপারীর পুত্র এলাকার চিহ্নিত চাঁদাবাজ শাকিল মাহামুদ বাচ্চু তার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে। ওই সময় চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তাদের দেখে নেওয়ার হুমকি দেয়। এঘটনার জেরধরে বুধবার সন্ধ্যায় শাকিল মাহামুদ বাচ্চুর নেতৃত্বে তার বখাটে ভাই জুয়েল বেপারী, লিটন বেপারীসহ ৭/৮জন সন্ত্রাসীরা প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্যে কমপ্লেক্সে প্রেরন করেন। এ সময় সন্ত্রাসীদের হামলা ঠেকাতে গিয়ে শিকারপুর বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল আলম করিম, নাসির খানসহ বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়।