বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তেজগাঁও থানায় এ মামলা করা হয়। আগামীকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আদালতে তোলা হবে।
রাজধানীর তেজগাঁও মণিপুরী পাড়ায় লোকমান হোসেনের বাসায় অভিযান শুরু করে র্যাব-২-এর একটি দল। বুধবার রাত ১১টার পর তার বাসায় প্রবেশ করে র্যাব-২। পরে রাত সাড়ে ১২টার পর লোকমান হোসেনের মণিপুরী পাড়ার বাসা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ সংবাদমাধ্যমের কাছে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।