কলারোয়ায় পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা এক গৃহবধুকে পিটিয়ে জখম করেছে। আহত ওই গ্রহবধূকে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে-শনিবার সকাল ১১টার দিকে উপজেলা পৌর সদরের মুরারীকাটি গ্রামে। জানা গেছে-উপজেলার পৌর সদরের মুরারীকাটি গ্রামের ব্যবসায়ী অপূর্ব পোদ্দারের সাথে জমি জমা নিয়ে একই গ্রামের জিতেন পোদ্দার, লিটন পোদ্দার, বরুন পোদ্দার, সুবাস পোদ্দার, বিমল পোদ্দার এর সহিত দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার সকালে বাড়ীতে কেউ না থাকার সুবাদে জিতেন পোদ্দার দলবদ্ধ হয়ে বিরোধ পূর্ন জমিতে প্রবেশ করে সেখানে থাকা একটি টিউবওয়েল তুলে ফেলে। এ সময় তারা ওই জমি দখলের চেষ্টা করে। পরে বিষয়টি অপূর্ব পোদ্দারের স্ত্রী পূর্নিমা পোদ্দার (৩০) দেখতে পেয়ে তাদের প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে পূর্নিমা পোদ্দার (৩০)কে একা পেয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে নিলা ফোলা জখম করে। এ সময় তারা তাকে স্বাসরোধ করে হত্যার চেষ্টা করে শ্লীলতাহানী ঘটিয়ে গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিড়ে নেয়। খবর পেয়ে অপূর্ব পোদ্দার তার স্ত্রী পূর্নিমা পোদ্দারকে আহত অবস্থায় উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে ব্যবসায়ী অপূর্ব পোদ্দার জানান-বিরোধ পূর্ন ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তারা আদালতের আদেশ অমান্য করে সন্ত্রাসী কায়দায় তাদের বাড়ীতে এসে হামলা করে জমি দখলের চেষ্টা করছে। এ ঘটনায় অপূর্ব পোদ্দার বাদী হয়ে কলারোয়া থানায় ৫জনের নামে একটি অভিযোগ দাখিল করেছে।