জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, দেশের কোথাও উন্নয়নের অজুহাতে নদী-নালা, খাল-বিলের প্রবাহ বন্ধ করা যাবে না। পানির আধারকে যেভাবে প্রবাহমান রাখা যায় নদী রক্ষা কমিশন সে চেষ্টাই করে যাচ্ছে। ২০১৩ সনের ঘটিত নদী রক্ষা কমিশন আইন সংশোধন করার চেষ্টা চলছে। আইন আছে প্রয়োগ নাই এ কথাটি নদীর ক্ষেত্রেও সত্য। আইনের ১২ ধারা অনুযায়ী সমন্বয় সাধন করার জন্য সবসময় মত বিনিময় করছি এবং এ সকল মত বিনিময় সভার মতামতের ভিত্তিতে সরকারকে পরামর্শ দিচ্ছি।
তিনি গতকাল বৃহস্প্রতিবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে নোয়াখালী নদী রক্ষা কমিটি ও সুধীজনের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন।
এ সময় জেলা পরিষদের নির্বাহী প্রধান ড. মাহে আলম, নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাছির উদ্দিন, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল, সদর উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, সেনাবাহিনীর প্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিগণ, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণ সহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।
তিনি নোয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সন্তুষ্ট হয়ে বলেন, উদ্ধারকৃত নদী বা খালের জমি নদীর জন্যই সংরক্ষণ করে রাখতে হবে। নতুন কোন চর জাগলে তা কোন ভাবেই সেটেলমেন্ট করা যাবে না। পানির আধারকে যেভাবে প্রবাহমান রাখা যায় সেজন্যই নদী রক্ষা কমিশন কাজ করছে। এ কাজকে সমন্বিত ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। পরবর্তীতে সমন্বিত পর্যায়ে মাষ্টার প্ল্যান তৈরি করে টেকসই ওয়াটার সিস্টেম গড়ে তুলতে হবে। তিনি দখলকৃতদের উদ্দেশ্যে বলেন, আপনারা স্বেচ্ছায় নদী ও খালের জায়গা ছেড়ে দিন। নতুবা হাইকোর্টের রায় অনুযায়ী পুলিশ প্রশাসনের মাধ্যমে আইনি ব্যবস্থা নেয়া হবে।