মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষে হোসেনপুর উপজেলায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে শাহেদল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে মা ও অভিভাবক সমাবেশের আয়োজন করে শাহেদল ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (আশুতিয়া ক্লাষ্টার) শাহানারা আক্তারের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাদিকুর রহমান, কিশোরগঞ্জ সদর সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. এমদাদুল হক, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতাউল বারী। এসময়- সহকারী উপজেলা শিক্ষা অফিসার, আব্দুল্ল্যাহ আল মাসুদ, মো. ইমান আলী ,মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মোঃ রুহুল আমিন ,সহকারী শিক্ষক আমিনুল হকসহ অভিভাবক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।