সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে দুর্গাপুজা উপলক্ষ্যে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানা আঙ্গিনায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ১১২ টি মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
থানা কর্মকর্তা ইনচার্জ মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম। এ সময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও লতব্দী ইউপি চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, জাতীয় পুজা উদযাপন কমিটির কেন্দ্রীয় সদস্য শ্যামল রায়, জেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি বিমল দাস, সিরাজদিখান প্রেসক্লাব সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি গোবিন্দ পোদ্দার।
এছারা থানা সেকেন্ড কর্মকর্তা উপপরিদর্শক নাজমুল আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) কাজী রমজানুল হক, প্রেসক্লাব সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জয়হরী মল্লিক, ইছপুরা পুজা উদযাপন কমিটির কমল কৃষ্ণ পাল প্রমুখ।