রংপুরের পীরগাছায় দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুইজনকে কারাদ- দেয়া হয়েছে।
গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডের পার্লস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন পয়েন্ট ও প্যারাডাইজ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমীন প্রধান।
জানা গেছে, পীরগাছা উপজেলায় দীর্ঘদিন থেকে পার্লস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন পয়েন্ট বৈধ অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ ছাড়া প্যারাডাইজ ডায়াগনস্টিক সেন্টার অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় মালিক পালিয়ে গেলেও পার্লস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন পয়েন্টের কর্মচারী রাশেদুল ইসলাম ও প্যারাডাইজ ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী রবীন্দ্রনাথ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে পার্লস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন পয়েন্টকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে রাশেদুল ইসলামকে এক মাসের কারাদ- এবং প্যারাডাইজ ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে রবীন্দ্রনাথকে ১৫ দিনের কারাদ- দেন।