গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বর্তমান সরকার বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এখন বিচার বিভাগই বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে। আইন মন্ত্রণালয় শুধু প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করছে।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত এজলাসে বুধবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো শেষে মন্ত্রী আরও বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধ পরিকর। তারই ধারাবাহিকতায় পুরো অঞ্চলজুড়ে অসংখ্য উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। উন্নয়নের রোল মডেল করতে সরকার দক্ষিণাঞ্চলে ব্যাপক কাজ করছে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ সাজু জানান, মন্ত্রী জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো ছাড়াও আদালত প্রাঙ্গণে নির্মাণাধীন নতুন ভবন পরিদর্শন করেন। এর আগে গণপূর্ত মন্ত্রী বরিশাল সিটি কর্পোরেশনের এ্যানেক্স ভবন পরিদর্শন করেছেন।