বরিশালের আগৈলঝাড়ায় লাইন্সেস ও অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়া ঝুঁকিপূর্ণভাবে এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা চলছে। নিয়ম-বহির্ভূতভাবে সিলিন্ডার গ্যাসের ব্যবসা চললে যেকোন মুহূর্তে বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। অনুমোদনহীন ব্যবসা বন্ধে প্রশাসনের সহায়তা চান এলাকাবাসী ও সচেতন মহল। উপজেলার পাঁচটি ইউনিয়নের বাগধা, গৈলা, বাশাইল, রাজিহার, রতœপুর ও বাহাদুরপুর বাজারে লাইন্সেস ছাড়া সিলিন্ডার গ্যাস বিক্রি করছে পান, মুদির দোকান থেকে শুরু মোনহারী, ওষুধ ও ইলিকট্রনিক্সসহ প্রায় তিনশত ব্যবসা প্রতিষ্ঠানে। এতে সাধারন জনগনের পাশাপাশি ক্ষুব্ধ অনুমোদন পাওয়া ব্যবসায়ীরাও। স্থানীয়রা সূত্রে জানাগেছে, এভাবে অরক্ষিত অবস্থায় সিলিন্ডার গ্যাস মজুদের কারণে যেকোন সময় বিস্ফোরণ ঘটতে পারে। এটা এক ধরনের বিপদজণক পরিস্থিতি।এছাড়া অনুমোদনহীন ব্যবসায়ীদের সনাক্ত করে ব্যবস্থা নেয়ার দাবী জানান ব্যবসায়ীরা। লাইন্সেস না থাকা এবং পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় ঝুঁকি থেকে যায় বলে জানান, সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা কাঞ্চন আলী মৃধা। অনুমোদনহীন ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতের আওতায় আনা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। তিনি বলেন, বড় ধরনের দূর্ঘটনা এড়াতে এলপি সিলিন্ডার গ্যাস বিক্রির নীতিমালা প্রনয়ন ও লাইন্সেসবিহীন ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়মের আওতায় আনা হবে।