নোয়াখালীর সেনবাগে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪ সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ১০জনকে গ্রেফতার করেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকা ওই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে ঃ সেনবাগ পৌরসভা বিন্নাগৃনি গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সামছুল ইসলাম প্রকাশ রতন (৩৮), কাদরা ইউপির চাঁদপুর গ্রামের সামছুল হকের ছেলে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি দ্বীন মোহাম্মদ (৫৫) পৌরসভার বাবু গ্রামের খলিলুর রহমানের ছেলে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হুমায়ুন কবির (৪২), ডমুরুয়া ইউপির মইশাই গ্রামের আবু আহম্মদের ছেলে মোঃ সোহাগ (৩৩), মোহাম্মদপুর ইউপির দক্ষিণ রাজারামপুর গ্রামের ছালামত উল্লার ছেলে মফিজুর রহমান (৪৩), উত্তর মোহাম্মদপুর গ্রামের আবদুল গোরফানের ছেলে সাহাব উদ্দিন প্রকাশ কালাম (৪০), সেনবাগ পৌরসভার অজুনতলা গ্রামের কালা মিয়ার ছেলে বশরত উল্লাহ প্রকাশ লিটন (৫০), ছাতারপাইয়া গ্রামের আলী আহম্মদের কামাল হোসেন (৪৫), আবুল কাশেমের স্ত্রী রহিমা আক্তার ((৪০) ও কাবিলপুর ইউপির দক্ষিণ সাহাপুর গ্রামের রুহুল আমিনের ছেলে শাহরিয়ার প্রকাশ বাপ্পি (৩৫)।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিয়ষয়টি নিশ্চিত করে জানার গ্রেফতারকৃতদের সকলের বিরদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ছিলো। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।