বকশীগঞ্জে সততা জন কল্যাণ সংস্থ্যা কর্তৃক পরিচালিত মালিরচর মৌলভীপাড়া দুঃস্থ্য প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শন ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক তথ্যমন্ত্রী আলহাজ¦ আবুল কালাম আজাদ এমপি। বৃহস্পতিবার সকালে প্রতিবন্ধীদের ওই শিক্ষা প্রতিষ্ঠানে যান পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ এমপি। এ সময় প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশুনার খোজঁখবর নেন। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে শিক্ষকদের সাথেও কথা বলেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,বকশীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মো.হযরত আলী,আ’লীগ নেতা প্রকৌশলী নুরুল আমিন ফুরকান,মুক্তিযোদ্ধা আফছার আলী,সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক প্রমূখ উপস্থিত ছিলেন।