কেউ ডাক্তার,কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার শিক্ষক বা ব্যবসায়ী-সমাজের সব শ্রেণিপেশার মানুষ একত্র হয়ে পাবনার বেড়া উপজেলায় নিয়েছে ভিন্নধর্মী এক মহৎ উদ্যোগ। কাশিনাথপুর এলাকার শিবপুর-টাংবাড়িতে গড়ে ওঠা এলকে মডেল টাউনের বাসিন্দারা প্রতিদিন ভোর ৬ টা থেকে ৭ টা পর্যন্ত ৪০ জন মানুষ স্বতস্ফূর্তভাবে এ কাজে অংশগ্রহণ করেন। তবে এখানে একটি ব্যতিক্রম বিষয় হলো এদের কেউ নিজেদের জন্য নয় বরং প্রতিবেশির পতিত জায়গা-জমি,পাশে অপরিচ্ছন্ন জায়গা পরিষ্কার করেন।
প্রতিদিন এই একঘন্টা তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সময় ব্যয় করেন। এলকে মডেল টাউনের বাসিন্দারা ’এলকে মডেল টাউন ফ্ল্যাট-প্লট মালিক বহুমুখি সমবায় সমিতি’ নামে একটি সামাজিক সংগঠন গড়ে তুলেছেন। সেই সংগঠনের উদ্যোগেই তারা এই সমাজসেবা মূলক কাজে অংশ নিয়ে থাকে। দিন সাতেক আগে শুরু হয়েছে এই পরিচ্ছন্নতা অভিযান। উদ্যোক্তারা জানিয়েছেন, এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলতেই থাকবে। তারা শুধুমাত্র নিজেদের এলাকায় নয়, আগামীতে আশেপাশের গ্রামেও একই ধরনের কার্যক্রম চালাতে চান। সমাজের আরও অনেকেই যেন উদ্যোগী হয়ে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন সেই আহবানও জানান।
এলকে ফ্ল্যাট-প্লট মালিক বহুমুখি সমবায় সমিতির সভাপতি মীর আবদুল বারেক জানান, জনগণকে সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্য। এলকে মডেল টাউনের বাসিন্দা ও এ্যাড. শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেছা ফাউন্ডেশনের সেক্রেটারী ডাঃ আমিরুল ইসলাম সানু বলেন, খাদ্যাভাস ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমেই একমাত্র শারীরিক সুস্থতা সম্ভব। এখানে প্রতিদিন ভোরে আমরা শারীরিক যে পরিশ্রম করছি তাতে শরীর ও মন দুটোই প্রাণবন্ত থাকবে। ডায়াবেটিস প্রতিরোধে এই কর্মসূচি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি জানান। এই মডেল টাউনের বাসিন্দারা আরও জানান, প্রচারের জন্য নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগে সামিল হয়েছি। তাদের এই উদ্যোগে আশেপাশের বাসিন্দারা সুন্তুষ্ট প্রকাশ করেন এবং এই কার্যক্রম আরও এগিয়ে নিতে নিজেরাও সামিল হবে বলে জানান তারা।