লৌহজংয়ে র্যাব-১১ এর অভিযানে ৫শত ১২ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী এক ইউপি সদস্যকে গ্রেপ্ত্ার করেছে র্যাব। গোয়ালী মান্দ্রা চৌরাস্তা সংলগ্ন কাদির পাগলা রাস্তার পাশে বট গাছের নীচ থেকে অবৈধ মাদকসহ (ইয়াবা) হলদিয়া ইউনিয়ানের ০৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ এবাদুল ইসলাম (৪৯) কে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার গোয়ালী মন্দ্রা গ্রামের মোঃ বুলবুল আমেদের ছেলে।
র্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাত সোয়া ১১ টার দিকে এই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। র্যাব-জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হলদিয়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ এবাদুল ইসলাম (৪৯) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট হতে ৫১২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার মূল হোতা বলে স্থানীয়দের নিকট হতে আমরা জেনেছি। ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।