সিরাজদিখানে ইজিবাইক (অটো থ্রী হুইলার) চালক নজরুল ইসলাম (১৮)এর লাশ ও ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। ইজিবাইক ছিনতাইকারি ও চালক খুনের প্রধান আসামি নুর আলী (১৮) ও জাহিদ হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে খুনি নুর আলীর তথ্যমতে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বড় পাউলদিয়া মোল্লাবাড়ির পুকুর থেকে হাত বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। এরপর বেলা সাড়ে ১০ টার দিকে সিরাজদিখান বাজার সংলগ্ন সরদারপাড়া সিরাজের গ্রেজ থেকে ইজিবাইক উদ্ধার করা হয়। বুধবার দিবাগত সন্ধ্যায় নজরুল গাড়িসহ নিখোঁজ হয়।
মৃত নজরুল ইসলাম উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর ঘোড়ামারা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। আসামি নুর আলী খান একই উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের ইফাজ উদ্দিনের ছেলে ও সাথে জাহিদ হোসেন লতব্দী ইউনিয়নের কয়রাখোলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
নজরুলের স্বজনরা জানায়, বুধবার বিকালে নজরুল তার মাকে বলে শেষে ১৯ নং থেকে ফোন এলে বলো আমি গোসল করে আসছি। এরপর রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুর করে স্বজনরা। মোবাইলের ১৯ নং খোঁজ নিয়ে জানতে পারে তাদের পরিচিত নুর আলী। এলাকায় সে চোর হিসেবে পরিচিত। গতকাল রাত ১২টার পর নুরআলীর বাড়িতে গিয়ে না পেয়ে ভোর সাড়ে ৫ টার দিকে নয়াগাঁও বাজার এলাকায় এসে নজরুলের স্বজনরা নুর আলীকে সন্দেহ জনক ধরে। সবাই জেনে গেছে ভেবে নুর আলী অকপটে স্বীকার করলে স্থানীয় ইউপি চেয়ারম্যান পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ আসামীর তথ্যনুযায়ী লাশ ও গাড়ি উদ্ধার করে। লাশের গলায়, নাকে, মুখে ও চোখে আঘাতের চিহ্ন ছিল।
আসামী নুর আলী বলেন, সে ও সেলিম নামে আরেকজন অটোগাড়িটি ভাড়া করে সন্ধ্যায়। আগে থেকে নজরুলের সাথে তাদের পরিচয় ছিল। সন্ধ্যার পর লতব্দীর নয়াগাও থেকে তারা নজরুলের গাড়ি ভাড়া নিয়ে বের হয়। এরপর রাত সাড়ে ৭ টার দিকে তাকে মারধর করে। হাত বেঁধে বয়রাগাদীর বড় পাউলদিয়া জোরা পুকুরে ফেলে দেয় এবং গাড়িটি সিরাজদিখান সিরাজের গ্রেজে রেখে আসে।
সিনিয়র পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম জানান, আসামীর দেয়া তথ্যনুযায়ী লাশ ও গাড়ি উদ্ধার হয়েছে। ২ জন আটক আছে। তাদের সাথে আরো ছিনতাইকারি দলের সদস্য রয়েছে। তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তে সদর জেনালের হাসপাতালে পাঠানো ও মামলা হয়েছে।