সৈয়দপুর বাইপাস মহাসড়ক থেকে মুমুর্ষ অবস্থায় জয়দেব রায় (৩০) নামে এক যুবককে উদ্ধার করেছে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। গত বুধবার রাতে বাইপাস মহাসড়কের বসুনিয়া মোড়ের সন্নিকট থেকে তাকে উদ্ধার করে। পরে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পর মারা যায় ওই যুবক। হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত জয়দেব রায় নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরজি চড়াইখোলা গ্রামের জগদীশ রায়ের পুত্র। সে উত্তরা ইপিজেডের কট বিডি লিমিটেড এর শ্রমিক। সৈয়দপুর ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সড়ক দূর্ঘটনায় মারা গেছে কিনা তা উদ্ধারের সময় স্থানীয়রা জানাতে পারেনি। তবে নিহতের শরীর ক্ষতবিক্ষত ছিলো।