রংপুরজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির কার্যকরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ কার্যকরি সভা অনুষ্ঠিত হয়। কার্যকরি সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু এর পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, সহ-সভাপতি মতিয়ার রহমান, জয়নাল হোসেন, মজিবর রহমান প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাজেদ আলী বাবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল কাশেম, মহিলা বিষয়ক সম্পাদক লতিফা শওকত, প্রচার সম্পাদক রোজি রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক জাসেম বিন জুম্মন, শ্রম বিষয়ক স¤পাদক গাওহারুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রহমান, মিঠাপুকুর উপজেলার চেয়ারম্যান জাকির হোসেন, কাউনিয়া উপজেলার চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, আমিন সরকার প্রমুখ। কার্যকরি সভায় সর্বসম্মতিক্রমে রংপুর ৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু রংপুর আওয়ামী লীগের দলীয় জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাদ এরশাদের পক্ষে কাজ করার আহবান জানান। জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামি ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ টায় দলীয় কার্যালয়ে সদর উপজেলার ৫ টি ইউনিয়নের নেতাকর্মী ও জেলা আওয়ামী লীগের সাথে যৌথ সভার আয়োজন করা এবং ২৮ সেপ্টেম্বর শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং ২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বরের মধ্যে রংপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিল সম্পূর্ণ করা হবে।